ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৪৭৩ গ্রাম হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
সিরাজগঞ্জে ৪৭৩ গ্রাম হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৪৭৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শুক্রবার (২১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ

আটকরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার আগানগর ইমাম বাড়ি রোড এলাকার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের তাড়াইল থানার নান্দাইল গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. অলি উল্লাহ (২৫)।

র‌্যাব কমান্ডার বলেন, বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। যার অনুমানিক বাজারমূল্যে ৫০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।