ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
গৌরনদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর

বরিশাল: ফরিদপুর থেকে পটুয়াখালির কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু আবদুল্লাহ খান।

এ সময় ক্ষতিগ্রস্ত ১৪ জনের হাতে ৫২ লাখ ৯০ হাজার ২৬২ টাকার চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।