ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালতির পানিতে ডুবে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলার খাসকররা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।  

ইয়াসিনের চাচা সাকের আলী জানান, বিকেলে ইয়াসিন ও তার ভাই আব্দুল্লাকে নিয়ে তাদের মা মুন্নি খাতুন ঘরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ঘরের বাইরে বের হয়ে যায়। ইয়াসিন খেলতে খেলতে খাটের পাশে রাখা পানি ভর্তি বালতির ভেতর পড়ে যায়। ঘুম থেকে উঠে ইয়াসিনকে পাশে না পেয়ে মা মুন্নি বিচলিত হয়ে ওঠেন। পরে খাটের পাশে রাখা পানি ভর্তি বালতি থেকে ইয়াসিনকে নিথরাবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়:  ২০২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।