ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
সিলেটে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে আতাউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান সদরের লামাবাজার এলাকার বাসিন্দা। সিলেটের কানাইঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী ছিলেন তিনি।  

স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের চারখাই বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।