ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে সাত হাজার ইয়াবাসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
রামগঞ্জে সাত হাজার ইয়াবাসহ আটক দুই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে সাত হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করছে পুলিশ।  

বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার কাঞ্চনপুর ওয়াপদা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, জেলার রামগঞ্জ উপজেলার সাউদের খিল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. ইমাম হোসেন (৪৪) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের আবুল খায়ের ভূঁইয়ার ছেলে মো. বাবুল হোসেন (৩০)।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদকবিক্রেতাকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।