ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি চলছে পুলিশের তল্লাশি। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্টে পুলিশ সদস্যদের তল্লাশি করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখি বাস, মিনিবাস, প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।

দেখা গেছে, যাত্রীবাহী বাসে উপচেপড়া যাত্রী, তরুণ বয়সী যাত্রী, মাইক্রোবাসে চেক করা হচ্ছে। কোনো যাত্রীকে সন্দেহ হলে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে পথে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতরে তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

চট্রগ্রাম রোড থেকে গুলিস্তানের উদ্দেশে হিমালয় মিনিবাসে উঠেছেন মো. ইমরান হোসেন। তাকে তল্লাশির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বাংলানিউজকে বলেন, হাসপাতালে যাওয়ার জন্যে এ রোড থেকে গাড়িতে উঠেছি। মৌচাক এলাকায় এসেই দেখি পুলিশ গাড়ি থামিয়ে গাড়ির সব যাত্রীদের তল্লাশি করছে। পরে কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।

চেকপোস্ট বসানোর কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, চেকপোস্টে তল্লাশি আমাদের রুটিন কাজ। এটি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, আমাদের জেলা পুলিশ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে। জনগণের সড়ক যাতায়াত করতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্যই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে কারণে এ চেকপোস্ট বসানো হয়েছে।

গাড়ি থামিয়ে তল্লাশির বিষয়ে ওসি বলেন, আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।