ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা, আটক ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা, আটক ৪ 

বরিশাল: স্বর্ণের বার সদৃশ বস্তু ও বারের সঙ্গে থাকা চিঠি দেখিয়ে প্রতারণার সময় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এর আগে বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কাউনিয়া এলাকার কাউনিয়া মড়ক খোলার পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার কুট্টি শিকদারের ছেলে বেল্লাল শিকদার (২৯), উত্তর কাউনিয়া পাসপোর্ট গলি এলাকার জয়নাল খানের ছেলে মিজানুর রহমান টেনু (৪৫), জেলার আগৈলঝাড়া থানাধীন রত্নপুর ইউনিয়নের নাগর এলাকার মাহেন্দ্রনাথ বল্লভের ছেলে অপু ওরফে মঙ্গল বল্লভ (৪৫) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন বলইবুনিয়া এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার (৪৫)।

এ সময় তিনটি মোবাইল ফোন ও স্বর্ণের সদৃশ বস্তু জব্দ করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।