ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তাড়াশ জামায়াত আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
তাড়াশ জামায়াত আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াত ইসলামের আমির গোলাম সাকলাইন খন্দকার ও সেক্রেটারি শাহজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন - তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকই গ্রামের মৃত বায়েজিদ আলী খন্দকারের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সাকলাইন খন্দকার (৫৫), মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মৃত আজিজ প্রামাণিকের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী (৪৮) ও উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জামায়াত সমর্থক মতিউর রহমান (৫৫)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।