ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদরের জাগীর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (০২ আগস্ট) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম।

আটক সাইফুল জেলার সদর উপজেলার আঙ্গুটিয়া এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, জেলাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

তিনি আরও জানান, আটক সাইফুল দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাকে মাদকসহ আটক করা হয়। তার নামে আদালতে মামলা বিচারাধীন আছে এবং নতুন করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এসএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।