ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২ আটক: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে ইয়াবাসহ মো. হেফজোর রহমান পিংকন ও মো. সাকিব হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ২০ হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

বুধবার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) রাতে কোতোয়ালি থানার নবাব সিরাজউদ্দৌলা পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, কোতোয়ালি থানার নবাব সিরাজউদ্দৌলা পার্ক (জিন্দাবাহার পার্ক) এর সামনে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্যে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরও জানান, আটকরা কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।