ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
বেনাপোলে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): বেনাপোলে ট্রাকের ধাক্কায় আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক তার সহপাঠীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ মিছিল করেছে।

 

বুধবার (২ আগস্ট) দুপুর ১২টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আনিকার পরিবার জানায়, দুপুর ১২টার দিকে আনিকা বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিল। এসময় বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া প্রাইমারি স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ট্রাক আনিকাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিলে মৃত ঘোষণা করেন তিনি।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এছাড়াও এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য এ বন্দর এলাকায় যানজট নিরসনে সব পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।