ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
ফেনীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

ফেনী: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় ইকবাল পেট্রল পাম্প সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

 

বুধবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে ইকবাল পাম্পের ১০০ গজ উত্তরে দ্রুত ও বেপরোয়া গতির গাড়ি এক পুরুষকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলিই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা রাতে হওয়ায় কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে সেটি কেউ দেখেনি। পিবিআই এর মাধ্যমে মরদেহ শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।