ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাঝনদীতে নৌকায় নাচানাচিতে পড়ে গেলেন ৬ যুবক, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
মাঝনদীতে নৌকায় নাচানাচিতে পড়ে গেলেন ৬ যুবক, নিখোঁজ ১ গড়াই নদী। প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকাভ্রম‌ণে গিয়ে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরতলীর চরমিলপাড়া ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের দুলালের ছেলে ও শহরতলীর উপজেলা মোড় এলাকার একটি লেদ কারখানা শ্রমিক ছিলেন তিনি।

নৌকাতে ভ্রমণের সময় থাকা প্রত্যক্ষদর্শী রিয়াদ জানান, বালুকাটা বড় নৌকায় ১১০ জনকে নিয়ে আজ বিকেলে গড়াই নদীতে নৌকাভ্রমণে যায়। মাঝনদীতে নৌকার ওপরে নাচানাচি করার এসময় এক পর্যায়ে নৌকাতে থাকা শুভ (১৮), অনিক(২৪), মানিক (২১), নাঈম (২২), বিপ্লব(২০), নয়ন (১৯) নামে ছয়জন নদীতে পড়ে গেলে পাঁচজনকে উদ্ধার করা গেলেও শুভর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম বলেন, গড়াই  নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছিল। আজকের মতো অভিযান বন্ধ রয়েছে। আগামীকাল শনিবার খুলনা থেকে ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান আবারও চালানো হবে।

বাংলাদেশ সময়: ২৪০৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।