ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
গাজীপুরে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীপূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকা থেকে ৩ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ শাকের আহমদ শাকিল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।  

শুক্রবার (৪ আগস্ট) দিনগত রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শাকিল কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা তেলীপাড়া এলাকার মৃত হাসান সওদাগরের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, টঙ্গীপূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শাকের আহমদ শাকিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৩০০ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা।  

জব্দ করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ক্রয় করে গাজীপুরের মজনু মিয়ার নিকট বিক্রির জন্য টঙ্গীর হিমারদীঘি সাতরং এলাকা অবস্থান করে শাকিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।