ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: উদ্ধার অভিযানে ১০ ডুবুরি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
মুন্সিগঞ্জে ট্রলারডুবি: উদ্ধার অভিযানে ১০ ডুবুরি

ঢাকা: মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।  

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মধ্যরাতে অভিযান বন্ধ রাখলেও আজ রোববার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।

ফায়ার সার্ভিসের ১০ জনের একটি ডুবুরিদল সেখানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ৫ জনের সন্ধান মেলেনি।

রোববার (০৬ আগস্ট) দুপুরের দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শনিবার দিনগত মধ্যরাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আজ সকালের দিকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ১০ জনের একটি ডুবুরি দল সেখানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালিয়ে যাচ্ছে।  

এদিকে ট্রলার ডুবির ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।  

দুর্ঘটনার পর গতকাল (শনিবার) রাত ১২টা পর্যন্ত ৮ জনের মরদেহ পাওয়া যায়।

আজ উদ্ধার অভিযান শুরুর আগ থেকেই নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ঘটনাস্থলের তীরে এসে অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে যায়।  

এ দুর্ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন।  

মরদেহ মিলেছে আটজনের। তারা হলেন - মোকসেদা (৪২), পপি (২৬), শাকিব (৮), হ্যাপি (২৮), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।