কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সরারচর রেল স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (০৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার (০৬ আগস্ট) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। পরে পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের কার্যক্রম শুরু করবে। আপাতত কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
আরএ