ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ডোমারে ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাইকার নিহত

নীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিরাজুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ডোমার-জলঢাকা সড়কের ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের একবট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম পঞ্চগড় জেলার সদর উপজেলার বোট বাজার প্রধান পাড়ার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, ডোমার উপজেলার একবট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে বাঁশবাহী অপর একটি ট্রাক থেমে যায়। এ সময় পেছনে থাকা সিরাজুল ইসলামের মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় জাহিদুল ইসলাম নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী নিহতের  বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুজনেই পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের কর্মচারী।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।