ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার সঙ্গে পুকুরে নেমে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
বাবার সঙ্গে পুকুরে নেমে শিশুর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে পুকুরে নেমে পানিতে ডুবে সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম শংকর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সাকিবুল ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহলে রানা জানান, ছেলে সাকিবুলসহ বাড়ির পাশের পুকুরে গরুকে গোসল করাতে নিয়ে যান মফিজুল ইসলাম। একটি গরুকে গোসল করানো শেষে পাড়ে বেঁধে রেখে অপর গরু নামাতে গিয়ে দেখেন তার ছেলে সাকিবুল নেই। চিৎকার করলে স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি পর ডুবন্ত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।