ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় চোরাই মোটরসাইকেলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
ফতুল্লায় চোরাই মোটরসাইকেলসহ আটক ২ আটকরা

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের হোতা মো. ফরিদ (৩১) এবং তার অন্যতম সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র‌্যাব)-৩।  

আটক সহযোগী হলেন- মো. অনিক হাওলাদার ওরফে মিনাল(২৫)।

অভিযানে তাদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব-৩।

সোমবার (৭ আগস্ট) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৬ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকা ১টি চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে তাদের আটক করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রি করে আসছিল।

এছাড়া এ চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এসজেএ /জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।