ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর 

দিনাজপুর: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ফ্রাঞ্চিস সরেন (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (৯ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার ১ নম্বর চেজেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফ্রাঞ্চিস সরেন একই ইউনিয়নের মৃত সোনা সরেনের ছেলে। তিনি বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ বাজার থেকে কাজ শেষ করে সাইকেলে করে বাসায় ফিরছিলেন ফ্রাঞ্চিস সরেন। পথে গোপালগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় একজন নিহতের ঘটনায় ওই ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।