ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উৎকোচ আদায়ের অভিযোগে দামুড়হুদা থানার এএসআই প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
উৎকোচ আদায়ের অভিযোগে দামুড়হুদা থানার এএসআই প্রত্যাহার

চুয়াডাঙ্গা: উৎকোচ আদায়, অপকর্ম ও সেবা প্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, সেবা প্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন এবং উৎকোচ আদায়ের অভিযোগ নিয়ে এএসআই মামুনের বিরুদ্ধে স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।