বান্দরবান: বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
মঙ্গল ও বুধবার দিনভর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমীর নেতৃত্বে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে মেম্বার পাড়া, আর্মি পাড়া বালাঘাটা এলাকায় খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সদর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ প্রতিদিন ১০০ পরিবারকে রান্না করা খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন রায়হান কাজেমী।
তিনি বাংলানিউজকে জানান, বন্যার পানিতে প্রায় সব এলাকায় বাড়ির রান্না ব্যবস্থা নেই বললেই চলে। এই অবস্থায় চাল, ডাল দিলেও তাদের পক্ষে রান্না করে খাওয়া সম্ভব নয়। এজন্য পুলিশ সদস্যরা উদ্যোগ নিয়ে খিচুড়ি রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।
তিনি বলেন, বালাঘাটা এলাকা থেকে ৫০ জন মুরং বাচ্চাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বার্মা পাড়ার পানিবন্দি ১৫ পরিবারের সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন জেলা পুলিশের সদস্যরা।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীনের নির্দেশনায় জেলা পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা।
বর্তমানে বিভিন্ন থানার সঙ্গে বান্দরবান সদরের সড়ক পথে বিচ্ছিন্ন রয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে সদর এলাকায় দুজন,আলীকদম থানা দুজন,নাইক্ষ্যংছড়িতে এক জন, লামাতে এক জনসহ সর্বমোট ছয় জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা,আগস্ট ১০, ২০২৩
এসআইএস