ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
তেজগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় হেমায়েত মিয়া (৬১) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই সবজি বিক্রেতাকে বহনকারী রিকশাচালক মিজানুর রহমান (৪০)।

শনিবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাত ১টার দিকে তেজগাঁও বিএফ শাহীন কলেজের পাশে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা দুইজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সবজি বিক্রেতা হেমায়েত মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিকশাচালক মিজানুরকে সকালে স্বজনরা ঢাকা মেডিকলে ভর্তি করেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিম হাসান জানান, হেমায়েত মিয়া পেশায় সবজি বিক্রেতা। মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। সেখানেই সবজি বিক্রি করতেন। রাতে রিকশা যোগে মিরপুর-১ নম্বর সেকশন এলাকায় যাচ্ছিলেন সবজি আনতে। শহিন কলেজের সামনে ওভারব্রিজের নিচে আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে দুইজন গুরুতর আহত হন।

এসআই আরও জানান, দুইজনকে পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর আহত রিকশাচালককে স্বজনরা ঢাকা মেডিকেলে ভর্তি করেন। প্রাইভেটকার চালক পালিয়ে গেছে। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হেমায়েত মিয়ার বাড়ি পিরোজপুর সদর উপজেলায়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।