লক্ষ্মীপুর: হত্যাকাণ্ডের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আজাদ হোসেন আজাদকে (৪০) ২২ বছর পর আটক করেছে র্যাব।
সোমবার (১৪ আগস্ট) রাতে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন নোয়াখালীর সুধারাম থানাধীন চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আজাদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন গোবিন্দপুর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০০১ সালে হওয়া ওই হত্যাকাণ্ডের পর আজাদ হোসেন গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যান। পরে তিনি বিদেশ চলে যান। ২০১৬ সালে দেশে ফিরে ঢাকার একটি হোটেলে চাকরি নেন তিনি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ রায় দিলে তাকে ধরার জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে র্যাব।
তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আজাদকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে কোন হত্যা মামলায় আজাদের সাজা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এফআর