ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ৩ ছাগল চোরকে গণধোলাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
মুজিবনগরে ৩ ছাগল চোরকে গণধোলাই

মেহেরপুর: মুজিবনগর উপজেলার মোনাখালী উত্তর পাড়া খেলার মাঠে ৩ ছাগল চোরকে ধরে গণধোলাই দিয়েছে জনগণ।

ছাগল চোররা হলেন- মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের জহরুল হকের ছেলে রিকশাচালক সাগর (২৩), একই গ্রামের মুক্তিযোদ্ধা মিয়ারুল ইসলামের ছেলে কবির (৩৫) ও মোনাখালী গ্রামের খোকন ফকিরের ছেলে রায়হান (২৫)।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মোনাখালী উত্তর পাড়ার শান্ত শেখের একটি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ছাগলসহ তিন চোরকে আটক করা হয়। পরে আটক চোরদের মোনাখালী উত্তরপাড়া খেলার মাঠে নিয়ে আসলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়।

পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের বিশ্বনাথপুর আইসি ক্যাম্পের এএসআই সোহেল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা জন্য মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, আটক ছাগল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।