ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পাট কাটার সময় বিষধর সাপের ছোবলে মো. ওয়াজ কুরুনী (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ওয়াজ কুরুনী ওই উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের নেপুর মোল্যার ছেলে। তিনি ২০২২ সালে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।
এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজছাত্রের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওয়াজ কুরুনী বাড়ির পাশের বিলে পাট কাটছিলেন। সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআরএস