ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শোকদিবসের ছবি ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে শোকজ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
শোকদিবসের ছবি ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে শোকজ
 

নোয়াখালী: নিজের ফেসবুকে জাতীয় শোকদিবসের অনুষ্ঠানের ছবি পোস্ট করায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহিম।

 

এর আগে, বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।  

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাতদিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানাবেন।  

শোকজ নোটিশে নির্দিষ্ট করে কোনো অভিযোগ করা না হলেও সংশ্লিষ্টরা বলছেন, ওই ফেসবুক স্ট্যাটাসের কারণেই শোকজ করা হয়েছে।

জানা যায়, স্ট্যাটাসটি বিএনপি নেতা আবদুর রহিম তার ফেসবুক আইডি থেকে সরিয়ে নিয়েছেন।  

হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিম বলেন, আমি হাতিয়া রহমানি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক। কেউ আমার ফেসবুক আইডি হ্যাক করে একটি স্ট্যাটাস দিয়েছিল। তবে আমি এখনো কোনো কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি। হাতে পেলে আমি উত্তর দেব।   

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, এটা একটা সাধারণ বিষয়। তিনি সাতদিনের মধ্যে জবাব দিয়ে দিলে বিষয়টি শেষ হয়ে যাবে।  

কে এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।