ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সম্রাট হোসেন (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজটি হিসেবে বন্দি ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তখন পরিক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান পুলিশের এই পরিদর্শক।

জানা গেছে, মারা যাওয়া হাজতির বাবার নাম মজিবর রহমান। হাজতি নম্বর ৩৬২৫৬/২৩।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩ 
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।