ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর সাপাহারে জবই বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে বিলের সেলফি পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

 

নিহত জিহাদ উপজেলার মহিষডাঙা গ্রামের শাহিন আলমের ছেলে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, জিহাদ তার বাবা-মার সঙ্গে উপজেলার জবই গ্রামে নানা-নানির বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কয়েকজন শিশুর সঙ্গে জবই বিলে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায় জিহাদ। পরে অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শিশুটিকে পাওয়া গেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।