ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
নারায়ণগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জিওধরা গ্রামের কবীর মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) ও তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)।  

স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল আজিজ ও আনাফ খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি পরও তাদের পাওয়া যায়নি। পরে বিকেল সোয়া ৫টার দিকে পাশের একটি পুকুর পাড়ে জুতা দেখে নিচে নামলে এক শিশু মরদেহ ভাসতে দেখা যায়। অপর শিশুকে খোঁজাখুঁজির পর মরদেহ পাওয়া যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।