ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে তিন হাজার শজনে চারা রোপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ফেনীতে তিন হাজার শজনে চারা রোপণ

ফেনী: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের শিবপুরে তিন হাজার শজনে গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এসব চারা রোপণ করেন বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়ব, মনসুর উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য, তরুণ উদ্যোক্তা, কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

রিপন চেয়ারম্যান এর আগে ২০২০ সালে হতদরিদ্র প্রকল্পের অর্থায়নে সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করেন। ওই রাস্তায় অর্জুন, নিম, আমলকি, শজনে, বাসক ও তুলসি গাছসহ বিভিন্ন ১০ প্রজাতির ১০ হাজারেরও বেশি গাছ লাগানো হয়।  

ওই রাস্তায় গাছ রয়েছে- দুই হাজারটি অর্জুন গাছ, তিন হাজারটি শজনে গাছ, তিনশত বাসক, পাঁচশত আমলকি ও নিমসহ অগণিত তুলসি গাছ।  

এ ধরনের উদ্যোগ স্থানীয় এলাকাবাসী, যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এটি পুরো জেলাতে ছড়িয়ে পড়ছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, শজনে পাতা পুষ্টিগুণের আধার। শজনে গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে। শজনের কচি পাতা সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। শজনের বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আঠাতেও ঔষধিগুণ আছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ২৪,  
এসএইচডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।