ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম (৭০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ওই ব্যক্তির ছেলে মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট ) সকালে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাশেম একই এলাকার মৃত মোজাফ্ফর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি দীর্ঘদিন ধরে আলাদা বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে তাকে খাবার দিতে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে মাসুদ রানা তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সেখান থেকে মাসুদ রানা পালিয়ে যান। শুক্রবার সকালে নিহত ওই ব্যক্তির স্ত্রী মাহমুদা বেগম ছেলের বাড়িতে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী পুলিশে খবর দেন।

নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের ফলে রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ফুলবাড়ী থেকে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।