ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাটে কলা বেচা হলো না মোজাম্মেলের, পথেই ঝরল প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
হাটে কলা বেচা হলো না মোজাম্মেলের, পথেই ঝরল প্রাণ

গাইবান্ধা: হাটে কলা বেচা হলো না ব্যবসায়ী মোজাম্মেল হকের (৬৫)। গাইবান্ধার গোবিন্দগঞ্জের হাটে কলা নিয়ে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান কেড়ে নিল তার প্রাণ।

রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেলের বাড়ি শহরের বকচর এলাকার।  

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় স্থানীয় কলাহাটে যাচ্ছিলেন ব্যবসায়ী মোজাম্মেল। পথে পান্থাপাড়া এলাকায় সড়কে খানাখন্দের কারণে মহাসড়কে ছিটকে পড়েন তিনি।  

এ সময় রংপুর অভিমুখী সদাগর এক্স‌প্রেস অ্যান্ড কু‌রিয়ার সা‌র্ভিসের একটি কাভার্ডভ্যান মোজাম্মেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।