ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১২০০ কোটি টাকা আত্মসাৎ: ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
১২০০ কোটি টাকা আত্মসাৎ: ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী: বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের দায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের দায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০১৫ সালে বিডি সফটেক্সের এই চেয়ারম্যান বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেন। লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে এসে গা-ঢাকা দেন। সোমবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।