ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় সড়ক ভেঙে নদীতে, চলাচলে ভোগান্তি

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
বরগুনায় সড়ক ভেঙে নদীতে, চলাচলে ভোগান্তি

বরগুনা: ভারী বর্ষণ আর জোয়ারে পানি বৃদ্ধির কারণে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজার রক্ষা বাঁধ খাকদোন নদীতে ধসে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এক সপ্তাহের টানা বর্ষণের কারণে চান্দখালী বাজারের পশ্চিম পাশের সড়কটি ধসে খাকদোন নদীতে বিলীন হয়েছে।

ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পথচারী, স্কুলশিক্ষার্থী,ও যানবাহন চলাচল করছে। দ্রুত এই সড়কটি মেরামত করা প্রয়োজন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, অতি বর্ষণের কারণে উপজেলার চান্দখালী বাজার রক্ষা বাঁধের ৫০ মিটার বাধ ধসে খাকদোন নদীতে বিলীন হয়েছে। ভাঙা স্থান দ্রুত সংস্কার করা হবে। বরগুনায় ২২টি পোল্ডারে ৮০৫ কিলোমিটার বাঁধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চান্দখালী বাজারের দক্ষিণ মাথার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি অতিবর্ষণের কারণে ধসে নদীতে বিলীন হয়েছে। সেই সঙ্গে চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, সড়ক নদীতে ধসে পড়ার বিষয়টি বরগুনা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দা আফজাল ও তার চাচা মিলন গাজী বলেন, চলতি মাসের প্রথম দিকে টানা বর্ষণের কারণে চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টির পাশের রাস্তাটি ধসে পরছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক শিশু শিক্ষার্থী চলাচল করে। তারা এখন এই পথ দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে চায়না।  

চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন হিরা বলেন, এই ভাঙা সড়ক দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই ভাঙা স্থানটি মেরামত করা প্রয়োজন।

চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান বলেন, সড়কের ভাঙা স্থান পরির্দশন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা ভাঙা জায়গা মেপে নিয়েছেন। তারা বলছেন অল্প কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে। ভাঙনের কারণে আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীরে দেয়াল ভাঙনের ঝুঁকিতে রয়েছে।  

পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ভাঙন স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছি। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং জরুরি মেরামতের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।