ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেটেন্ট আইনে সুরক্ষা পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
পেটেন্ট আইনে সুরক্ষা পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা 

ঢাকা: ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ‘বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, পুরনো একটি আইন ছিল। সেটি আপডেট করে এবং বাংলায় করে ২০২২ সালে প্রণয়ন করা হয়। এরপর আইনটিকে আরও পরিমার্জন ও পরিবর্ধন করে আজ উপস্থাপন করা হয়।

বিদ্যমান বাস্তবতার আলোকে আইনটি সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, অ্যাগ্রোকেমিক্যাল যে কোম্পানি আছে, তাদের সাহায্য করার জন্য নতুন ধারা অন্তর্ভুক্ত করে আইনটি করা হয়েছে।  

ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি প্যাটেন্ট তৈরি হয়, তাহলে তাদের ইউটিলিটি মডেলের মাধ্যমে একটি বিধির আওতায় যেন প্রটেকশন দেওয়া হয়, সেই বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।  

তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে কোনো দেশের কোনো আইটেমের পেটেন্ট যদি না পাওয়া যায়, তখন সরকার সিদ্ধান্ত নিয়ে দেশীয় কোনো শিল্পপ্রতিষ্ঠানকে ওই আইটেম উৎপাদন করার জন্য অপশন দিতে পারবে।   

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩ 
 এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।