সিলেট: নকল কয়েল বিক্রির অপরাধে সিলেটে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, নগরের বিভিন্ন দোকানে চায়না কয়েলের নামে উৎপাদিত ট্রেডমার্ক বিহীন নকল কয়েল বিক্রি হচ্ছে -এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর হাউজিং স্টেট এলাকার ইয়ান এন্টারপ্রাইজকে ২৫ হাজার, শিবগঞ্জ এলাকার মেসার্স ইসলাম ব্রাদার্সকে ৫ হাজার, বন্দরবাজারের মনির অ্যান্ড সন্সকে ৫ হাজার, উপশহরের নিউ সিটি স্টোরকে ২ হাজার ও সামি স্টোরকে আরও ৩ হাজারসহ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানকালে বিভিন্ন নামে প্রায় ৬০০ প্যাকেট নকল চায়না কয়েল জব্দ করে তা বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এনইউ/এসআরএস