ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাবের দাম বেশি রাখায় দুই আড়তদারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
ডাবের দাম বেশি রাখায় দুই আড়তদারকে জরিমানা

ঢাকা: ডাব ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না রাখায় এবং ডাবের দাম প্রদর্শিত মূল্য তালিকা থেকে বেশি রাখায় রাজধানীর কারওয়ান বাজারের দুই পাইকারি আড়তদারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে ওই দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডাবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান ও মূল্য তদারকি করতে এদিন রাত সোয়া ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, বেড়িবাঁধ ও যাত্রাবাড়ীর পাইকারি আড়তে বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযানের শুরুতে কারওয়ান বাজারে দেখা যায়, সেখানে ডাবের মূল্য তালিকা প্রদর্শন হলেও ডাব বেচাকেনায় পাকা রশিদ সংরক্ষণ করা হচ্ছে না এবং মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ডাব বিক্রি করা হয়েছে। এসব অপরাধে সেখানে দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর যাত্রাবাড়ীতে অভিযান করতে গেলে আড়তদাররা জানান, সকাল ৭টার সময় ডাব বিক্রি কার্যক্রম শুরু হবে। ফলে সেখানে তদারকি করা সম্ভব হয়নি।

বেড়িবাঁধ এলাকায় অভিযানে দেখা যায়, ডাব বিক্রির ক্ষেত্রে কার্বন কপি ছাড়া রশিদ দেওয়া হয়েছে এবং বিক্রেতারা ডাব ক্রয়ের রশিদ দেখাতে পারেনি। তবে সেখানে কাউকে জরিমানা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।