ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি পরিবারের শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি পরিবারের শ্রদ্ধা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয় পরিবার।  

জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

 

বিশেষ দোয়ায় জাতির পিতাসহ ১৫ আগস্ট সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মধ্য দিয়ে শেষ হলো বশেমুরবিপ্রবির মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি।  

কর্মসূচিতে বশেমুরবিপ্রবির ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পৃথকভাবে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে বশেমুরবিপ্রবির আগস্ট মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল- ০১ আগস্ট কালো ব্যাচ ধারণ, ০৮ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা, ১৬ আগস্ট আলোচনা সভা, ৩১ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।