ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে কলেজছাত্রকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
মাদারীপুরে কলেজছাত্রকে কুপিয়ে জখম

মাদারীপুর: মাদারীপুরে শত্রুতার জেরে আকিব হাওলাদার (১৬) নামে এক কলেজছাত্রকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় কিশোর গ্যাং।  

বৃহস্পতিবার(৩১ আগস্ট) রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত আকিব হাওলাদার বড় মেহের এলাকার ফারুক হাওলাদারের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে মস্তফাপুর বড় ব্রিজের কাছে আকিবকে একা পেয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত কয়েকজন কিশোর ধারালো ক্ষুর ও হাতুড়ি দিয়ে তার হাতে ও মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমাদের কাছে কেউ এখনও অভিযোগ দেয়নি। আহত কলেজছাত্রের পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।