ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিন্দী নদীতে নৌকা ডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
কালিন্দী নদীতে নৌকা ডুবে জেলের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কালিন্দী নদীতে নৌকা ডুবে আলী হোসেন (২১) না‌মে এক জেলের মৃত্যু হ‌য়েছে।

শুক্রবার (০১ সে‌প্টেম্বর) সকালে শ্যামনগ‌রের পরানপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত আলী হো‌সেন উপ‌জেলার কৈখালি ইউনিয়নের পরানপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুইজন জে‌লে একই নৌকায় মাছ ধরছিলেন। হঠাৎ প্রচণ্ড স্রো‌তে নৌকা উল্টে গেলে আলী হো‌সেন নদীতে প‌ড়ে যান। এ সময় জালের কাছি দড়ি আলী হোসেনের পায়ে জড়িয়ে গিয়ে তার মৃত্যু ঘ‌টে। ত‌বে তখন তার সহ‌যোগী অপর জে‌লে সাঁতারে তী‌রে উঠ‌তে সক্ষম হন। প‌রে স্থানীয়রা গি‌য়ে আলী হোসে‌নের মরদেহ উদ্ধার ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।