কুমিল্লা: চোর সন্দেহে কুমিল্লায় এক যুবককে গাছে ঝুলিয়ে পেটানোর অভিযোগ উঠেছে মো. আলম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জেলার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই যুবকের নাম মো. রাসেল (৩২)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার চম্পকনগর গ্রামের মো. কুদ্দুসের ছেলে। অভিযুক্ত মো. আলম বড়কান্দা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রশি দিয়ে হাত-পায়ে বেঁধে রাসেলকে গাছে ঝুলিয়ে পেটানো হচ্ছে। যুবককে পেটাচ্ছেন পাঞ্জাবি পরা ইউপি সদস্য মো. আলম। পেটানোর সময় ওই যুবককে বলতে শোনা যায়, আমারে মাফ করে দেন, আমি আর করুম না, আমারে মাফ করে দেন। এসময় তার শরীরে আবার আঘাত করতে দেখা যায় ওই ইউপি সদস্যকে।
বড়কান্দা ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন রিপন বলেন, বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে গত ২০ থেকে ২৫ দিন আগে ১৮টি টিউবওয়েল চুরি হয়েছে। এ ঘটনার পর থেকে মানুষ সচেতন হয়ে যায়। বুধবার রাতে বড়কান্দা গ্রামের মনির মির্জার বাড়িতে টিউবওয়েল চুরির সময় ওই যুবককে আটক করা হয়। সকালে উৎসুক জনতা তাকে পিটুনি দেয়। এসময় মেম্বার মো. আলম গিয়েও তাকে শাসন করেন। আমি ভিডিওটি দেখেছি। ওনার আইন হাতে নেওয়া উচিত হয়নি।
কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, ওই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এসআই