ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে শিলা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
চাঁদপুরে শিলা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

চাঁদপুর: চাঁদপুর সদরের মৈশাদিতে শিলা খানম (২৮) নামে এক নারী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে আসামিদের সদর থানাধীন দাসদী গ্রামের পাঠান বাড়ির মো. মাসুদ গাজী বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন - মামলার প্রধান আসামি মো. রাজীব মজুমদার (২১) ও তার সহযোগী মো. কামরুল হাসান হৃদয় (২২)।  রাজীব উত্তর মৈশাদি গ্রামের মজুমদার বাড়ির আজিজ মজুমদারের ছেলে। অপর আসামি কামরুল পাশের ইউনিয়ন আশিকাটির হাপানিয়া গ্রামের খান বাড়ির মৃত স্বপন খানের ছেলে।  

গ্রেপ্তারের সময় প্রধান আসামির কাছ থেকে নিহত শীলা খানমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদের মোবাইল ফোন ও সিমকার্ডগুলো জব্দ করে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাবুরহাট পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর দুপুরে মৈশাদি আদুর খার বাড়ির সামনের বাগান থেকে শিলা খানম নামে নারীর মরদেহ উদ্ধার করা হয়। শিলা গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া সরদার বাড়ির মো. মুনছার খানের মেয়ে। শিলার সঙ্গে আসামির রাজিবের প্রেমের সম্পর্ক ছিল।

এসপি আরও বলেন, শিলা হত্যা ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি পিবিআই তালিকাভুক্ত হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় পিবিআই উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমানকে। তিনি মামলাটি তদন্ত করার জন্য একটি বিশেষ টিম গঠন করেন। সেই টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুই আসামিকে গ্রেপ্তার করে।

আজই (শনিবার) আসামিদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন >> চাঁদপুরে বাগানে মিলল নারীর মরদেহ

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।