ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজ ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আজ ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট 

ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন।  

সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর পর প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।

 আগামীকাল (সোমবার) ধানমন্ডির ৩২ নাম্বার জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা।

দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দিয়েছেন। সম্মেলনে শেষে  তিনি বাংলাদেশে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট আসার কয়েক ঘণ্টা আগেই ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, অনেক দেশের শীর্ষ নেতারা জি-২০ সম্মেলনে ভারতে এসেছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি জানতে আগ্রহী ম্যাক্রোঁ। একইসঙ্গে ঢাকা শহরের রূপও তিনি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই সরকারিভাবে গতানুগতিক সফরের বাইরেও ভিন্নভাবে প্রস্তুতি চলছে।  

ফ্রান্সের প্রেসিডেন্ট সফরের দ্বিতীয় দিন সকালে ধানমন্ডি লেক পরিদর্শন করবেন। লেক এলাকা ঘুরে দেখবেন।

উল্লেখ্য,  তিন দশক পর  ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা  সফরে আসছেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০,  ২০২৩,
টিআর/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।