ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় সংসদ অধিবেশন দীর্ঘ সময় স্থগিত রাখা হয়। রোববার (১০ সেপ্টেম্বর) সংসদের অধিবেশেন শুরুর পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্পিকার ১০ মিনিটের জন্য অধিবেশন স্থগিত করেন।
বিকেল ৪টা ৪৮ মিনিটে সংসদের এ দিনের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পরেই বিকেল ৪টা ৫৬ মিনিট নাগাদ হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বক্তব্য শুনতে সমস্যা হতে থাকে। শব্দযন্ত্র ঠিক করার পর ৬টা ৩৯ মিনিটে অধিবেশন ফের শুরু হয়।
শব্দযন্ত্রে বিভ্রাট দেখা দেওয়ার পর হ্যান্ড মাইক দিয়ে সংসদ অধিবেশন চালানোর চেষ্টা করা হয়। তবে শব্দ শুনতে সমস্যা হতে থাকায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৫টা ১০ মিনিটের দিকে সংসদের অধিবেশন স্থগিত করতে বাধ্য হন। হ্যান্ড মাইকে তিনি ঘোষণা দেন যেহেতু শব্দ শুনতে অসুবিধা হচ্ছে, সসদস্যরা শুনতে পারছেন না, যান্ত্রিক ত্রুটি সমাধানে কাজ চলছে, আমরা কিছু সময় স্থগিত রাখতে পারি। এ সময় তিনি ১০ মিনিটের জন্য অধিবেশন স্থগতি করেন।
সেই সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন কমিটির রিপোর্ট উপস্থাপন করছিলেন। এটি কেউ শুনতে না পাওয়ায় তিনি ইতস্তত বোধ করেন বক্তব্য দিতে। সেকারণে স্পিকার বলেন, সাময়িকভাবে শব্দ শোনা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতে পাচ্ছেন না, তো বক্তব্য দিয়ে লাভ কী? বক্তব্য পরে দেবেন। মাইক্রোফোনের ত্রুটি সারানোর চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসকে/এমজেএফ