ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরীর মৃত্যু

হবিগঞ্জ: জেলার চুনারুঘাট উপজেলায় একটি পিকআপভ্যানের চাপায় আহত হওয়ার ছয়দিন পর ফারিয়া আক্তার (১৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে এ দুর্ঘটনায় চারজন মারা গেছেন।

তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত ফারিয়া আক্তার চুনারুঘাট উপজেলার বনগাঁও গোছাপাড়া গ্রামের শফিক মিয়ার মেয়ে।
 
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় এ তথ্য জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
  
ওসি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর ফারিয়ার মৃত্যু হয়েছে।
 
এর আগে ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাটের শ্রীকুটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন এবং একই দিন হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
ওই দিন নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের রুমেল মিয়া (৫০), সারের কোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২০), কালিশিড়ি গ্রামের নাজমা আক্তার (৫০) এবং রাজার বাজার এলাকার বাসিন্দা মঈনুল ইসলাম রাব্বি (৩০)।
 
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।