ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কমিটি গঠনের বিষয়টি জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ার হোসেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে কৃষি মার্কেটের ডানদিকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে একে একে ১৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুনে প্রায় ৪০০ দোকান পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মার্কেট ও কাঁচাবাজারে বৈধ-অবৈধ মিলিয়ে ৭০০-৮০০ দোকান ছিল।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। সিটি করপোরেশন থেকে দোকান বরাদ্দ দেওয়া ছিল ৩১৭টি। এর মধ্যে পুড়েছে ২১৭টি দোকান।

আরও পড়ুন:
>>>  তিন ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন
>>> মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন
>>>মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, বার্ন ইনস্টিটিউটে বাড়তি প্রস্তুতি
>>> কৃষি মার্কেটে আগুন: কাজ করছে সেনা-নৌ ও বিমান বাহিনী
>>> কৃষি মার্কেটে আগুন: পুড়ে গেছে ১৮ স্বর্ণের দোকান
>>> কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
>>> এখনও ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট
>>> কৃষি মার্কেটের ৪ শতাধিক দোকান পুড়ে ছাই

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।