ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খোলা ময়লার ভাগাড়ে অসহনীয় জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
খোলা ময়লার ভাগাড়ে অসহনীয় জনজীবন

হবিগঞ্জ: প্রতিনিয়ত ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট ও পরিত্যক্ত জিনিসপত্র। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে হবিগঞ্জ জেলা শহরের গোসাইপুর আবাসিক এলাকার গেট।

পথচারী ও যানবাহন আরোহীরা দুর্গন্ধে নাকাল হয়ে উঠলেও নীরব ভূমিকায় থাকতে দেখা যাচ্ছে হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষকে।

সরেজমিনে দেখা যায়, আশপাশের বাসার বাসিন্দা ও দোকানীরা গোসাইপুর গেটের সামনে সারাদিনই পরিত্যক্ত জিনিসপত্র ফেলে যাচ্ছেন। সকালে ও বিকেলে আশপাশের বাসার লোকজন খাবারের উচ্ছিষ্ট ফেলেন। সেখান দিয়ে যাওয়া লোকজনকে নাকে টিপে ধরতে হচ্ছে। তীব্র দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়রা জানান, পৌরসভার গাড়ি এসে এখান থেকে নিয়মিত ময়লা নেয় না। ফলে ড্রেনটিও ভরাট হয়ে গেছে। বৃষ্টি হলে ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে যায়।

শ্যামলী এলাকার মুদী দোকানী সামছুল আলম জানান, এখানে ময়লা ফেলার জন্য মানা করলেও স্থানীয় বাসিন্দারা সেটি শোনেন না। এ নিয়ে একাধিকবার তাদের সঙ্গে উচ্চবাক্য বিনিময় হয়েছে।

এদিকে, শ্যামলী এলাকায় একজন চিকিৎসকের চেম্বার আছে। সেখানে আসা রোগী ও তাদের স্বজনরা ময়লার ভাগাড়ের ভুক্তভোগী।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।