ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মাদারীপুরে ৪ দোকানিকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মাদারীপুরে ৪ দোকানিকে জরিমানা 

মাদারীপুর: অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মাদারীপুরে চারটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা সদর উপজেলার পানিছত্র এলাকা ও পুরান বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।  

জানা গেছে, দুপুরে শহরের পানিছত্র ও শহরের পুরান বাজারের চারটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে পণ্য বিক্রি করায় তানিয়া স্টোরকে এক হাজার, মেসার্স তালুকদার এন্টারপ্রাইজকে এক হাজার, মেসার্স ইয়ামা চাঁদ তারা স্টোরকে দুই হাজার ও তাহা ফার্মেসির মালিককে তিন হাজারসহ মোট সাত হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসব দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অতিরিক্ত রাখা হচ্ছিল।  

বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।