ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
লালপুরে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নাটোর: নাটোরের লালপুরে একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলিসহ আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার আব্দুলপুর রেল জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কাচু মণ্ডলের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বাংলানিউজকে জানান, গোপন তথ্যে খবর পেয়ে আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে পালিয়ে যান। পরে তার বাড়ি তল্লাশি করে একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি এবং ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে ওই রাতেই অভিযান পরিচালনা করে আব্দুর রাজ্জাককে আব্দুলপুর রেলজংশন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক অস্ত্র ও গুলি অবৈধভাবে বিক্রির উদ্দেশে তার কাছে রাখার কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।